রামগড় সরকারী কলেজে এবারে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৪শ ৯জন। এরমধ্যে পাশ করেছে ১শ ৭৭ জন। পাশের হার ৪৩.২৮ শতাংশ। পরিক্ষায় বিজ্ঞান বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ২৭ জন। পাশ করেছে ৩ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থী ১শ ৫৩ জন। পাশ করেছে ৪৯ জন। ব্যবসা শিক্ষা বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ২শ ২৯ জন। পাশ করেছে ১শ ২৫ জন। এই কলেজ থেকে কোন জিপিএ-৫ আসেনি।
গত বছর রামগড় সরকারী কলেজে এবারে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩শ ৪৪ জন। এরমধ্যে পাশ করেছে ১শ ৮৮ জন। ফেল করেছে ১শ ৫৫ জন। পাশের হার ৫৪.৬৫ শতাংশ। জিপিএ-৫ এসেছে ১টি।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …