খাগড়াছড়ির রামগড়-করেরহাট সড়কের কালাপানি এলাকায় মঙ্গলবার ভোরে রাস্তায় ব্যারিকেড দিয়ে নৈশ কোচ থেকে লুন্ঠিত ১০টি ওয়াকিটকি, ৫টি বেইস রেডিওসহ সেনাবাহিনীর ওয়ারল্যান্স নেটওয়ার্ক সরঞ্জামসহ ২ ডাকাতকে আটক করেছে বিজিবি ও পুলিশ।
উদ্ধারকৃত মালামাল ও আটক দুই ডাকাত চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরালগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
রামগড় ১৬ বিজিবি কমান্ডার লে: কর্নেল খালেদ বিন ইউছুপ জানান, বাসের গতিরোধ করে ডাকাতির পর খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্বার করে। এখনো অভিযান চলছে।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …