খাগড়াছড়ির রামগড়ে গত সোমবার রাতে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
আটকরা- হলো রামগড় অফিস টিলার মো. আবদুল আউয়াল (১৯) ও রায়পুর লক্ষ্মীপুরের মো. রাসেল(২৮)। রাসেল অফিস টিলার জনৈক ছুট্টু মিয়ার মেয়ের জামাই বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি তারেক মো. হান্নানের নেতৃত্বে পুলিশ গত সোমবার রাত আটটায় রামগড়ের অফিস টিলা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে রামগড় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান ওসি তারেক মো. হান্নান।