খাগড়াছড়ির রামগড় উপজেলায় বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাভার্ড ভ্যান চাপায় নিউপ্রু মারমা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিউপ্রু উপজেলার পাগলা পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগড় বিদ্যুৎ অফিসের সামনে ফেনীগামী একটি কাভার্ড ফ্যান (ঢাকা মেট্রো -অ ১১-৩০৯২) সিএনজি চালিত অটোরিকশাকে চাপ দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই নিউপ্রুর মৃত্যু হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে।