নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক না পরে ঘরের বাইরে আসায় বাজারে আগত জনগণকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার রাঙামাটির রাজস্থলী উপজেলার নারামুখ, বাজার এলাকা, বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেন।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শেখ ছাদেক। সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহম্মদ খান। এসময় ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় ৫ মামলায় ৫ জনকে জরিমানা করেন।
ইউএনও শেখ ছাদেক বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে সংক্রমণ বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পরিবহন, গণপরিবহন ও বিভিন্ন জনসমাগমে মাস্ক না পরে অবাধে চলাফেরা করছে মানুষ। তাই করোনার প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত উপজেলা প্রশাসন।