আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার মোহাম্মদ রফিকুল করিম প্রতীক বরাদ্দ দেন। এসময় চেয়ারম্যান পদে জনসংহতি সমিতি সমর্থিত অরুন কান্তি চাকমা কাপপিরিচ, আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসেন সেলিম আনারস এবং বিএনপি সমর্থিত মাহবুবুল বাসেত অপু দোয়াত কলম প্রতীক বরাদ্দ পান।
একই সময় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জাহিদুল ইসলাম জাহিদ বই,জনসংহতি সমিতির পলাশ কুসুম চাকমা টিউবওয়েল,বিএনপির বিদ্রোহী প্রার্থী মাহফুজউদ্দিন তালা এবং আওয়ামী লীগের সদানন্দ চাকমা মাইক প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান কৃঞ্চা দেব পদ্মফুল,মহতী চাকমা ফুলের টব,নুরজাহান বেগম কলস, রিতা চাকমা প্রজাপতি এবং সালেহা বেগম হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …