রাঙামাটি সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী পলাশ কুসুম চাকমা। তিনি পেয়েছেন ১৯ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির বিদ্রোহী প্রার্থী মো: মাহাফুজ পেয়েছেন ৮ হাজার ৫৫১ ভোট। বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ পেয়েছেন ৮ হাজার ২২৬ ভোট। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সদানন্দ চাকমা পেয়েছেন ৬ হাজার ২০৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিক প্রার্থী রিতা চাকমা পেয়েছেন ২২ হাাজর, ৫৫৫ ভোট, যা বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর চেয়েও বেশি। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির সালেহা বেগম পেয়েছেন ৯ হাজার ৫১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী কৃঞ্চা দেব পেয়েছেন ৭ হাজার ৬৭৮ ভোট।
দীর্ঘজীবি হোক PCJSS-সংগ্রামী আন্দোলন।