রাঙামাটি শহরের ফিসারি সড়ক সড়কটি রক্ষা, রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য্য বর্ধনের দাবিতে রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন নির্ঝর সংঘের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার সকাল এগারোটায় ফিসারি সড়ক বাঁধের ওপর এই মানববন্ধন পালন করা হয়।
নির্ঝর সংঘের সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শাহজাহান মোল্লা, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল, পাহাড় টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক ফজলে এলাহী, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, একতা শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের সভাপতি আবুল কালাম, সমাজসেবক খোকন কুমার দে, জেলা ছাত্র ইউনিয়ন আহ্বায়ক সৈকত রঞ্জন চৌধুরী, কলেজ ছাত্র ইউনিয়ন সভাপতি অভিজিৎ বড়–য়া, জেলা ছাত্রসেনার প্রচার সম্পাদক মোঃ সাইফুল উদ্দীন। মিশু মল্লিকের উপস্থাপনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন নির্ঝর সংঘের সাধারণ সম্পাদক শংকর হোড়।
বক্তারা বলেন, বাঁধটি রাঙামাটির একটি অন্যতম সৌন্দর্যতম স্থান হলেও কর্তৃপক্ষের অবহেলায় বাঁধটি নিয়ে কোনো উন্নয়ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে না। উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকা বিভিন্ন অনুৎপাদনশীল খাতে খরচ করলেও জেলার পর্যটন উন্নয়নে যে স্থানটি ভূমিকা রাখতো তা নিয়ে কর্তৃপক্ষ দৃষ্টি দিচ্ছে না। বক্তারা বাঁধটি সংস্কারের দাবি জানায়।