শনিবার সকালে রাঙামাটি মেডিকেল কলেজের পক্ষে-বিপক্ষের সমর্থকদের সংঘর্ষের ঘটনার পর জারি করা ১৪৪ ধারা অব্যাহত আছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।
১৪৪ ধারা জারির পর সকালে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে শহরজুড়ে মাইকিং করা হলেও বিকেলেও আবার শহরে মাইকিং করা হয়। সন্ধ্যার পর থেকে কার্যত ফাঁকা হয়ে গেছে শহরের পথঘাট। কোথাও কোন জটলা দেখতেই সরিয়ে দিতে দেখা গেছে পুলিশকে।
রাতে যেকোন অনাকাংখিত পরিস্থিতি এড়াতে শহরজুড়ে সেনা-বিজিবি তল্লাশি জোরদার করা হয়েছে এবং বিভিন্নস্থানে পুলিশী উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মোস্তফা জামান রাঙামাটিবাসির সহযোগিতা কামনা করে বলেছেন, শহরে যেকোন অনাকাংখিত পরিস্থিতি এড়াতে শহরবাসির সহযোগিতা প্রয়োজন। তিনি রাঙামাটিবাসির প্রতি যেকোন গুজব বা অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।