মহান আর্য্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের ২য় মহাপরিনির্বাণ বার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটির স্বেচ্ছাসেবী সংগঠন উন্মেষ-এর পক্ষ থেকে একটি সার্বজনীন ধর্মীয় র্যালীর এবং বনভন্তের পবিত্র ধাতুতে শ্রদ্ধাঞ্জলী প্রদান, সংঘদান ও হাজার প্রদীপ দানের আয়োজন করা হয়। সকাল ৭.৩০ ঘটিকায় রাঙামাটি জেলা প্রশাসক চত্বর থেকে থেকে র্যালি শুরু হয় । উন্মেষ- এর সদস্য এবং সর্বস্থরের দায়কদয়িকাবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন । র্যালীতে বুদ্ধ পতাকা, বুদ্ধ ও ভন্তের বাণী এবং এবং বিনামূল্যে রক্তদান সম্পুর্কিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করা হয় । র্যালীটি রাঙামাটির বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে রাজবনবিহার প্রাঙ্গণে শেষ হয়।
এ আয়োজনের মাধ্যমে বনভন্তের জীবনাদর্র্শের প্রতিফলন সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং স্বেচ্ছায় রক্তদানে সবাই এগিয়ে আসুক এবং অন্যকেও উৎসাহিত করুক এটাই ছিলো উম্মেষ এর লক্ষ্য,এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
