রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে মারমা জনগোষ্ঠীর সদস্য সংখ্যা বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি) রাঙামাটি জেলা শাখা।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় রাঙামাটির একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সানুমং মারমা।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট লাথোয়াইঅং মারমা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাথোয়াই মারমা, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাচিংউ মারমা, মহিলা বিষয়ক সম্পাদক উচিংনু মারমা, রাঙামাটির কলেজ শাখার সভাপতি চাইথোয়াই মারমা ।
লিখিত বক্তব্যে বলা হয়, রাঙামাটির জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যানুপাতে মারমা নৃ-গোষ্ঠীর অবস্থান দ্বিতীয়। ১৯৮৯ইং এর ১৯নং আইন (সংশোধিত) অনুসারে ৩৪সদস্যের পার্বত্য জেলা পরিষদে মারমা প্রতিনিধিত্ব রয়েছে চার জন। বর্তমান অন্তর্বর্তীকালীন পরিষদে মারমা প্রতিনিধিত্ব রয়েছে একজন। তাই বর্তমানে জেলা পরিষদের পরিধি বিস্তারে মারমা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের প্রয়োজনে দুই জন প্রতিনিধিত্বের দাবি জানানো হয়।