প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন আইটেমগার্ল রুমি নোভিয়া। শিল্পী রাকিব মোসাব্বির ও ফারাবির গাওয়া ‘না হয় আমার সাথে বাঁধলে তোমার সাত পাকের জীবন’ শিরোনামের এ গানে কাজ করেছেন তিনি। এ বিষয়ে নোভিয়া বলেন, “আমি বেশি কাজ করিনি। একটি আইটেম গান করার পর অনেক কাজের প্রস্তাব এসেছে। বিশেষ করে মিউজিক ভিডিওর জন্য। সবসময় মিউজিক ভিডিওর ব্যাপারে মানা করেছি। কিন্তু সাত পাকের জীবন গানটা শুনে মুগ্ধ হই। ভিডিওর পুরো গল্প শুনে ভালো লাগার কারণে কাজটি করেছি।”
নোভিয়া বলেন, “টানা ৪দিন শুটিং করেছি এ মিউজিক ভিডিওর। একদিন ছিল শুধু বিয়ের আয়োজন। এর লোকেশনগুলোও চমৎকার ছিল। বিশেষ করে, পুরান ঢাকা, শ্রীশ চৈতন্য আশ্রম, রাধাগোবিন্দ জিউ মন্দির, শাঁখারিবাজারে কাজ করাটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।”
অরণ্য পাশার লেখা ইনসেপশন মিডিয়া প্রযোজিত এ গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। রাশেদ রাহা জানিয়েছেন, পূজা ও ঈদ উপলক্ষে এ মিউজিক ভিডিও বেশ কয়েকটি চ্যানেলে প্রচারিত হবে।
