রাঙামাটির জুরাছড়ি উপজেলার যক্ষ্মাবাজার থেকে অস্ত্র সহ তিন যুবককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। আটককৃতরা হলেন, হিমন্ত চাকমা, মানস চাকমা ও তপন চাকমা। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল এলজি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে উপজেলার যক্ষ্মাবাজারের মসজিদের পাশে কালাসোনা চাকমার বাসায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে মদ্যপ অবস্থায় তিন যুবককে গ্রেফতার এবং সেখান থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।
জুরাছড়ি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জহিরের নেতৃত্বে পুলিশসহ এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতদের রাঙামাটি আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আরো দেখুন
বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মুক্তিযোদ্ধার জয়
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙামাটি বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু …