রাঙামাটিতে শেষ হলো জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। তথ্য মন্ত্রণালয়ের অধিনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট’র উদ্যোগে গত শনিবার রাঙামাটি প্রেসক্লাব প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়।
কর্মশালার সমাপনী দিন সোমবার দুপুরে রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট’র পরিচালক (প্রশিক্ষণ) নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ উন্নয়ন) মোঃ মনজরুল আলম, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
ইউনিসেফের সহযোগিতায় গণমাধ্যম ইনস্টিটিউটের এই প্রশিক্ষণে রাঙামাটিতে কর্মরত ২৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
তিনদিন ব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করে টিভি সাংবাদিকতা বিষয়ে অনেক কিছুই জানতে ও শিখতে পেরেছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারী সাংবাদিকরা।