মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ত্রান সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে এসব ত্রান সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাঙামাটি সদর সেনা জোনের ব্যবস্থাপনায় রাঙামাটি পৌরসভা এলাকার দুস্থদের মাঝে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। রাঙামাটি সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, পিএসসি এসব ত্রান সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক, জোনাল স্টাফ অফিসার মেজর মো. নাজমুল হাসান এবং এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. মাহবুবুর রহমান।