রাঙামাটিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই শহরের বিভিন্নকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে তুলনামূলকভাবে অনেক কম।
সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর শহরের বেশ কয়েকটি কেন্দ্রঘুরে পাহাড়ী ভোটারদের উপস্থিতি প্রায় স্বাভাবিক দেখা গেলেও বাঙালী ভোটারদের উপস্থিতি ছিলো খুবই কম।
কোন কোন ভোটকেন্দ্রে পোলিং অফিসারদের বসে থাকতে দেখা গেলেও ভোটারদের দেখা মেলেনি। ভোট কাস্টিংও ছিলো অনেক কম।
রাঙামাটির প্রতিদ্বন্ধি দুই প্রার্থী নৌকা প্রতীকের আওয়ামী লীগের দীপংকর তালুকদার সকালে পিডিবি রেস্ট হাউজ সেন্টারে এবং স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
এদিকে নির্বাচনে নিরাপত্তাজনিত কারণে জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুই প্রার্থি। স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার মোবাইল নেটওয়ার্ক বন্ধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেন। নেটওয়ার্ক বন্ধ রাখা সন্দেহজনক দাবি করে নেটওয়ার্ক চালু করার দাবি জানান তিনি।
তকে উষাতনের এই অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার বলেন,এটা নির্বাচন কমিশনের বিষয়,২০০৮ সালের নির্বাচনেও নেটওয়ার্ক বন্ধ ছিলো বলে জানান তিনি। নির্বাচনে পরাজিত হলেও তা মেনে নেয়ার কথা জানিয়েছেন।