কাউখালি উপজেলায় সংগঠনের দুই নেতার উপর হামলা প্রতিবাদে রাঙামাটিতে উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে জেলা যুবদল। মঙ্গলবার বেলা সোয়া এগারোটায় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অভিযোড় করা হয়, কাউখালীর বেতবুনিয়া ইউনিয়ন যুবদল সহ-সভাপতি নূর মোহাম্মদ ও ১নং যুবদল সহ-সাধারণ সম্পাদক মোহরম আলীর সোমবার রাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে।
জেলা যুবদলের সভাপতিত্বে সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম। এসময় জেলা বক্তব্য রাখেন জেলা যুবদল সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, ছাত্রদল সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম প্রমুখ। মিছিল এবং সমাবেশে পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো,বিএনপি নেতা লেঃকর্ণেল (অব.) মনীষ দেওয়ানসহ যুবদলের সদর উপজেলা কমিটি,পৌর কমিটিসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরও উপস্থিত ছিলেন।