রাঙামাটি জেলার ভূমি প্রশাসনে কর্মরত কর্মচারীদের মধ্যে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “ভ্রাম্যমান ভূমি ব্যবস্থাপনা(সংক্ষিপ্ত)” নামক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রোববার থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়। প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন রাঙামাটির জেলাপ্রশাসক মো: মোস্তফা কামাল।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, পার্বত্যাঞ্চলে ভূমি ব্যবস্থাপনা দেশের অন্যান্য অঞ্চল থেকে ভিন্নতর। এখানকার ভূমি জটিলতা নিরসনে তাই অধ্যায়ন ও গবেষণার প্রয়োজন। তিনি বলেন, ভূমি প্রশাসনে কর্মরত সকল শ্রেণির জনশক্তিকে এখানকার মানুষের ইতিহাস, ঐতিহ্য ও আবেগের বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। লব্ধ প্রশিক্ষণ আগামী দিনে মাঠ প্রশাসনে যথাযথভাবে কাজে লাগানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভূমি মন্ত্রণালয় ও রাঙামাটি জেলা প্রশাসনের যৌথ আয়োজনে চলমান এই প্রশিক্ষণ কর্মশালা আগামী ৩০ অক্টোবর শেষ হবে।