রাঙামাটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে। জেলার মাদক দ্রব্য অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল বারোটায় এ অভিযান পরিচালনা করা হয়।
আনসার সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিকুজ্জামান নেতৃত্বে এবং রাঙামাটি আনসার ও ভিডিপি’র সার্কেল অ্যাডজুট্যান্ট এসএম শরিফুল আলমের সহযোগিতায় ভেদভেদী এলাকার নতুন পাড়ার ফুল রাণী চাকমা, বাদিনী চাকমা ও সুচনা চাকমার বাড়িতে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিকে অর্থদন্ড দিয়ে ছেড়ে দেয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত চোলাই মদ বিনষ্ট করা হয়।