বিজয় দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে কাজল স্মৃতি উম্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক। মোল্লা স্টোরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাহাড়টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহী। মোঃ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাসুদ রানা।
টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতায় আটটি দলের নামকরণ করা হয়েছে সাতজন বীরশ্রেষ্ঠ ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানির নামে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও যার নামে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে সেই কাজল স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।