করোনা উপসর্গ নিয়ে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা ৫৫ বছর বয়সী একজন রোগীকে করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন, মাঝবয়সী ওই রোগী সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কিন্তু তার রোগের লক্ষণ দেখে চিকিৎসকরা তাকে করোনা সন্দেহে আইসোলেশনে পাঠান। তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) রাজস্থলীতে করোনা উপসর্গ নিয়ে একজন উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে আসা ২৩ বছর বয়সী এক যুবককে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করেও পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সেই রিপোর্টও রোববার দুপুর পর্যন্ত আসেনি।