পার্বত্য শহর রাঙামাটিতে নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার আসা রিপোর্টে এই তথ্য জানা গেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলার করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন নতুন শনাক্তদের মধ্যে রাঙামাটি শহরের ১০ জন, বরকলে ১ জন, জুরাছড়ি ২ জন, বিলাইছড়িতে ২ জন, রাজস্থলীতে ২ জন, কাপ্তাইয়ে ৪ জন, কাউখালীতে ২ জন।
এনিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৪৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৬৩ জন, মারা গেছেন ৭ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জেলা শহরেই ২৫৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে কাপ্তাই উপজেলায় ৮৮ জন। সবচেয়ে কম আক্রান্ত হয়েছে নানিয়ারচর উপজেলায় ২ জন এবং বরকল উপজেলায় ৩ জন।
প্রসঙ্গত, গত ৬ মে দেশের সর্বশেষ জেলা হিসেবে রাঙামাটিতে করোনা শনাক্ত হয়। ওইদিন প্রথমবারের মতো ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।