নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ খেটে-খাওয়া মানুষ। এমতাবস্থায় বিপাকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি শহরের রাঙাপানি গ্রামের যুব সমাজ ।
সোমবার বিকাল তিনটায় এলাকার ১১০টি পরিবারের মাঝে ৮ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রৌসভার কাউন্সিলর রবি মোহন চাকমা, গ্রামের কার্বারি (গ্রাম প্রধান) বিজয় কুমার চাকমাসহ যুব সমাজের সদস্যবৃন্দ।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী দেব মোহন চাকমা বলেন, ‘নভেল করোনাভাইরাস সংক্রমনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও আমাদের এরকম কাজ চলমান থাকবে।’