রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগে শনিবারের খেলায় রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবকে ৩৬ রানে হারিয়েছে প্রগতি সংঘ। শনিবার রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় এ দুই ঐতিহ্যবাহি ক্রিকেট ক্লাব। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রগতি সংঘ। নির্ধারিত ৩০ ওভারের খেলায় ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে ন্যালসন ২২ রান এবং জুয়েলের ব্যাট থেকে আসে ১৯ রান। রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবের পক্ষে বুলু এবং লেমন প্রত্যেকে ২ টি করে উইকেট নেন।
প্রগতি সংঘ’র দেয়া দেয়া ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অনেকটা হিমশিম খেতে হয় রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবকে । প্রগতির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিতভাবেই উইকেট খোয়াতে থাকে রফিক স্মৃতি। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যে দলের পক্ষে লেমন সর্বোচ্চ অপরাজিত ১৭ ও রাশেদ করেন ১৩ রান। অন্য ব্যাটসম্যানরা কোন অবদান রাখতে ব্যর্থ হওয়ায় ২৮.২ ওভার ব্যাট করে মাত্র ৯৩ রান করে সাজঘরে ফিরে যায় রফিক স্মৃতির সব ব্যাটসম্যান। আর প্রগতি সংঘ জয় পায় ৩৬ রানে। প্রগতি সংঘের সাদেক ১৯ রানে এবং ইমতিয়াজ ২১ রানে নেন ৪টি করে উইকেট। ব্যাট ও বলে সমান নৈপূণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রগতি সংঘের সাদেক। এ খেলায় আম্পায়ার ছিলেন নাছির উদ্দিন সোহেল ও মোঃ আবদুল হান্নান।
রবিবার একই মাঠে বর্তমান চ্যাম্পিয়ন অভিলাষ ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে সাউথ রাঙামাটি ক্রিকেট ক্লাবের।