যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বান্দরবান আসছেন । জেলার পর্যটন সম্ভাবনাময় থানচি, রুমা, আলীকদম, লামা উপজেলার সঙ্গে সমুদ্র সৈকত কক্সবাজারের আভ্যন্তরিন সংযোগ সড়ক স্থাপনের জন্য বিভিন্ন আলাপ-আলোচনা এবং সম্ভাব্য এলাকা পরিদর্শনের জন্য শনিবার দুপুরে সাড়ে বারোটার সময় হেলিকপ্টরযোগে যোগাযোগ মন্ত্রী বান্দরবান পৌছাবেন। সেনাবাহিনী পরিচালিত নীলগিরি পর্যটন স্পটে মন্ত্রী হেলিকপ্টারে ল্যান্ড করবেন বলে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক নিশ্চিত করেছেন।
যোগাযোগ মন্ত্রীর বান্দরবানে সড়ক বিভাগ ও সেনাবাহিনীর চলমান কয়েকটি সড়কের উন্নয়ন কাজও পরিদর্শন করবেন বলে জানাগেছে। এছাড়াও নীলগিরি পর্যটন রিসোর্ট পরিদর্শনের কথা রয়েছে যোগাযোগ মন্ত্রীর।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক জানান, জেলার সাতটি উপজেলার মধ্যে অভ্যন্তরিন সড়ক যোগাযোগ স্থাপন এবং রুমা, থানচি, আলীকদম, লামা উপজেলা হয়ে কক্সবাজার জেলার সঙ্গে একটি সংযোগ সড়ক তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা ও জায়গা নির্ধারণের জন্য মন্ত্রী বান্দরবান আসছেন।