যদি বেঁচে থাকি
তাহলে দেখা হবে,
কোন এক দিন
পৌষ ফাগুনের মেলায়।
যদি বেঁচে থাকি
তাহলে দেখা হবে,
কোন এক ভোরে
ফুল ভাসাতে নদীর জলে।
যদি বেঁচে থাকি
তাহলে দেখা হবে
কোন এক বিকালে
জমজমাট কফি আড্ডায়।
যদি বেঁচে থাকি
তাহলে ঘুরতে যাবো,
দলবেঁধে হইহুল্লুর করে
কোন দূর অজানায়।
যদি বেঁচে থাকি
তাহলে কোলাকুলি হবে,
কোন এক ঈদগাঁয়
ঈদেরই নামাজের পরে।
যদি বেঁচে থাকি
তাহলে প্রসাদ নেব,
দুজনে পাশাপাশি বসে
কার্তিকের রাস মেলায়।
যদি বেঁচে থাকি
তাহলে দেখা হবে,
কোন এক বৌদ্ধ বিহারে
কোন এক কঠিন চীবরদানে।
যদি বেঁচে থাকি
তাহলে দেখা হবে,
কোন সভা সমাবেশে
কিংবা সামাজিক অনুষ্ঠানে।
আর যদি বেঁচে না থাকি
ক্ষমা করে দিও তবে,
সবই হয়েছে করোনাকালে
আবার হয়তো হবে দেখা পরকালে।
(লেখক: পলাশ বড়ুয়া, জাতীয় দৈনিক প্রথম আলো’র খাগড়াছড়ির দীঘিনালা প্রতিনিধি, তিন একাধারে সাংবাদিক, কবি ও সমাজসেবক। লেখকের ফেসবুক ওয়াল থেকে নেয়া।)