সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ফিচার মিডিয়া ফোরাম কর্তৃক ‘চারন সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি সম্মাননা’ ‘একজন মফস্বল সাংবাদিক ব্যক্তিত্ব-২০১৫’ হিসেবে সম্মাননা পাচ্ছেন দৈনিক সংবাদ এর পার্বত্যঅঞ্চল প্রতিনিধি,বিশিষ্ট সাংবাদিক,সাংষ্কৃতিক ও ক্রীড়া ব্যাক্তিত্ব প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে।
জাতীয় পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং সামাজিক কর্মকান্ডে সাংবাদিকতার ভূমিকায় নিরলসভাবে যাঁরা শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন, এমন দশ (১০) ব্যক্তিত্বের মধ্যে প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে অন্যতম হিসেবে এ সম্মাননা পাচ্ছেন।
বাংলাদেশ ফিচার মিডিয়া ফোরামের পক্ষ থেকে আগামী ০৮ অক্টোবর ২০১৫ তারিখ ঢাকাস্থ, ইস্কাটন রোড (মগবাজার) বিয়াম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিআইবি’র মহা পরিচালক গোলাম সারোয়ার ও মিডিয়া ব্যক্তিত্ব আবেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ফিচার মিডিয়া ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হাসান খান সংগঠনের পক্ষ থেকে সুনীল কান্তি দে’কে বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করেছেন।