খাগড়াছড়ির রামগড়ে পাষন্ড এক পিতা নিজ অষ্টমশ্রেণি পড়ুয়া কন্যাকে ধর্ষণে সহযোগিতার অপরাধে ধর্ষিতার মা’কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকালে পুলিশ ধর্ষিতার মা মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে। ধর্ষিতা ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই ছাত্রীর চাচা বাদি হয়ে রামগড় থানায় মামলার পর ধর্ষক পিতা আবুল কাসেম পালিয়ে গেছে। পিতাকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান রামগড় থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন।
উল্লেখ্য, রামগড় খাগড়াবিল নোয়াপাড়ায় পিতা আবুল কাসেমের (৪০) একাধিক বার ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। সর্বশেষ ১২ জুলাই যৌন নির্যাতনের পর বিষয়টি জানাজানি হলে ভিকটিম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশকে সে জানায়, তার মা ধর্ষণে পিতাকে সহযোগিতা করেছে। বিষয়টি যেন কাউকে না বলি এই মর্মে তাকেও শাসানো হয়। পুলিশি তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মা মনোয়ারা বেগমকে শুক্রবার বিকালে পুলিশ গ্রেপ্তার করে।