চাকমা ভাষার নাট্যকার ও কবি মৃত্তিকা চাকমাকে মুনীর চৌধুরী সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মৃত্তিকা চাকমা’র হাতে পদক তুলে দেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানটির আয়োজন করে থিয়েটার।
থিয়েটারের সভাপতি ফেরদৌসি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন থিয়েটারের পরিচালক রামেন্দু মজুমদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর । অনুষ্ঠানটি পরিচালনা করেন ত্রপা মজুমদার।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর মুনীর চৌধুরী সম্মাননা স্মৃতিপদক প্রদান করে আসছে থিয়েটার।