রবিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্ত দিবস পালন করেছে রামগড় উপজেলাবাসি। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোাচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, এএসপি রামগড় সার্কেল মো: শাহজাহান হোসেন, ইত্তেফাকের রামগড় প্রতিনিধি মো: নিজাম উদ্দিন লাভলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে খাজা নাজিম উদ্দিন ও জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল লতিফ।