জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠের বিরুদ্ধে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শাহাব উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধার ভূমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সকালে মাটিরাঙ্গায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
শাহাব উদ্দিনের দাবি, স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে জাতীয় পার্টির এ নেতা তার খতিয়ানভুক্ত ২ একর ভূমি দখলের চেষ্টায় মামলা ও হুমকি প্রদান করছে। স্থানীয় প্রশাসন সোলায়মান আলম শেঠের পক্ষে থাকায় কোন প্রতিকার পাচ্ছেন না তিনি। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন জানিয়ে তিনি প্রকৃত মালিক বলে জানান জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ। তিনি বলেন, ভূমির সব কাগজপত্র আমার নামে। তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অভিযোগ তোলা হচ্ছে।