দেশব্যাপি হরতাল-অবরোধ ও সহিংস ঘটনায় মানুষ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা আওয়ামীলীগ।
রোববার বিকালে শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আলহাজ দোস্ত মোহাম্মদ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মংসাথোয়াই চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর দাশ প্রমুখ।
মানববন্ধনের শুরুতে সহিংস ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ২০ দলীয় জোটকে দায়ি করে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান।