মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান উপদেষ্টা ও নবাগত সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল রাব্বি আহসান এবং স্কুলের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমার আগমন উপলক্ষে বৃহস্পতিবার স্কুলের উদ্যোগে মানিকছড়ি টাউন হলে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সন্ধ্যায় অনুষ্ঠিত উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সনজিদা শরমিন। প্রধান অতিথি হিসাবে স্বপরিবারে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের নবাগত কমান্ডার ও বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা লে. কর্ণেল রাব্বি আহসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও স্কুলের প্রধান পৃষ্ঠপোষক ম্রাগ্য মারমা, ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার। এ সময় অতিথিদের আগমন উপলক্ষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে নৃত্য, গান, ফ্যাশন শোসহ নানাবিধ আয়োজনে সাংস্কৃতিক সনধ্যা মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার এর সৌজন্যে অফিসার্স ক্লাবে নৈশভোজের আয়োজন করা হয়।
আরো দেখুন
প্রদীপ-সৈকতের নেতৃত্বে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি …