স্কুলের ছুটির ঘন্টা বাজতেই কোমলমতি শিশু শিক্ষার্থীরা বাড়ী যেতে হুরোহুরি করে বের হতে লাগলো, এমন সময় বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে মোটরসাইকেল এসে শিশুদের আঁচড়ে পড়লে ২ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। ঘটনাটি ঘটেছে মানিকছড়ির বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
সোমবার দুপুর ১২টায় স্কুলের শিশু শ্রেণির ছুটির পর এ ঘটনা ঘটেছে।
স্কুলের প্রধান শিক্ষক পারভীন আক্তার জানান, রাস্তার পাশে স্কুল হওয়াতে এবং মোটরসাইকেল চালকরা বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারণে এ দূর্ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষার্থীরা হলেন ক্যজাইরী মারমা(৪), জান্নাতুল ফেরদৌস আখিঁ(৪)। আহতরা বর্তমানে মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক মো.মহিউদ্দিন জানান, আহতরা আশংকামুক্ত আছে।