খাগড়াছড়ির মানিকছড়িতে এক নারীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে মানিকছড়িতে শান্তিপুর্ণভাবেব সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ(পিবিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা এই অবরোধ কর্মসূচি ঘোষণা করে। অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল মানিকছড়ির অভ্যন্তরিণ সড়কে যান চলাচল। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা পিকেটিং করেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে অবরোধকে কেন্দ্র জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। গত ১৭ নভেম্বর মানিকছড়ির কুমারি পাড়া গ্রামে গভীর রাতে মুখোশ পড়া একদল দূর্বৃত্ত এক নারীকে ঘর থেকে তুলে জঙ্গলে নিয়ে ধর্ষন করে। ঘটনার পরের দিন ঐ নারী অজ্ঞাত পরিচয়ের ৭-৮জনকে আসামি করে মানিকছড়ি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …