মানিকছড়িতে মাসব্যাপী শুরু হয়েছে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। মানিকছড়ির মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বৃহস্পতিবার বিকালে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। সদর ইউনিয়ন পরিষদের অর্থায়ন এবং একতা যুব সংঘের পরিচালনায় ২৮টি দল নিয়ে মাসব্যাপি এ টুর্নামেন্টে কংজরী চৌধুরী বলেন, সুষ্ঠ দেহ, সুষ্ঠ মন গঠনে খেলাধূলার বিকল্প নেই। খেলাধুলায় জড়িতরা সৃজনশীলতা জানে। তাই প্রতিটি জনপদে খেলোয়াড় সৃষ্টিতে জেলা পরিষদ কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি সদর ইউপির নবাগত চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্্রাগ্য মারমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মো. শহিদুল ইসলাম মোহন, মো. রফিকুল ইসলাম বাবুল, আ’লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম মাসুদ, ক্রীড়াবিদ মো. হারুন-উর-রশিদ, মো. জাহাঙ্গীর আলম, মো. আবদুল মান্নান পাটোয়ারী, এস.এম. জসীম উদ্দীন, মো. আকতার হোসেন ভূঁইয়া, একতা যুব সংঘের সভাপতি মো. জাকির হোসেন শান্ত, সেক্রেটারী মো. শহিদুল্লাহ সজীব, ইউপি সদস্য মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, মো. আইয়ূব আলী, মো. কামাল হোসেন, মো. মোশারফ হোসেন, আপ্রুসি মগ, সাবেক ইউসি সদস্য পপি তালুকদার, শাহানাজ পারভীন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি টুর্নামেন্ট পরিচালনায় ১ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। উপজেলার তৃণমূলের ২৮টি ক্লাব এ খেলায় অংশগ্রহণ করেন। এতে প্রথম রাউন্ড নক আউট পদ্ধতি এবং ২য় রাউন্ড থেকে লীগ পদ্ধতিতে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় মহামুনি সান ফ্লাওয়ার একাদশ ১-০ গোলে তিনটহরী উষা ক্রীড়া সংঘকে পরাজিত করে। খেলা পরিচালনায় ছিলেন রেফারি মো. মোশারফ হোসেন মজনু, সহকারী ছিলেন মো. আওয়াল হোসেন ও মো. এমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন অজিত কুমার নাথ ও এস.এম জসিম উদ্দীন।