খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা থেকে পেট্রোল বোমাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মানিকছড়ির গুচ্ছগ্রামের মো ফরিদের ছেলে কামাল হোসেন(১৮), একই এলাকার মো ইউছুফের ছেলে জহিরুল ইসলাম(১৯) ও জামাল হোসেনের ছেলে মোঃ আলমগীর(১৮)।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী জানান, আটককৃতদের মধ্যে কামাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার আমতল এলাকায় একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তাৎক্ষনিক পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
পরে তার তথ্যের ভিত্তিতে বৃহষ্পতিবার দিবাগত রাত ৪টার দিকে জিয়া নগর এলাকা থেকে বাকী দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরো ২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানাতে পারেনি পুলিশ।