মানিকছড়ির প্রত্যান্তঞ্চলের পল্লী চিকিৎসকদের অংশগ্রহনে সোমবার উপজেলা অডিটোরিমে চিকিৎসক সমাবেশে অনুষ্ঠিত হয়। নাজিরহাটস্থ জননী ডায়াগনষ্টিক সেন্টার এ সমাবেশের আয়োজন করে।
মানিকছড়ি গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি অমর কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননী ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শহিদুল্লা। বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি হাসপাতালের চিকিৎসক ডা. নুরুল ইসলাম, ডা. মহসিন, ডা. নাসরিন আক্তার, অবসর প্রাপ্ত চিকিৎসক সামছুল হক, পল্লী চিকিসৎক দিলীপ কুমার দে, তপন ভট্রাচ্যার্য, মিলন কান্তি দে, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারন সম্পাদক ডা. রমজান আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জননী ডায়াগনষ্টিক সেন্টারের মার্কেটিং অফিসার মো. নাজিম উদ্দিন। সমাবেশে প্রজেক্টরের মাধ্যমে খিচুনি রোগের লক্ষন ও প্রতিকারের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজিষ্ট ডাক্তার আবু তৈয়ব।
অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত পল্লী চিকিৎসক বিজন কুমার করের স্ত্রী লিপি করের হাতে ১২ হাজার টাকা তুলে দেন অতিথিরা।