মানিকছড়ি উপজেলার পাঞ্চারাম পাড়া এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনগন দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১ টায় পাঞ্চারাম পাড়ার রেহেনা আক্তারের বাড়িতে নিজেদের ভিতরের পার্টি পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। এসময় স্থানীয়রা রামগড় সোনাইপুল গ্রামের সুরেন্দ্র ত্রিপুরার ছেলে অনিল ত্রিপুরা (২২) এবং ডাইনছড়ি গ্রামের রমজান আলীর ছেলে আবুল কালামকে (২১) আটক করে সেনাবাহীনিকে খবর দেয়। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী তাদের আটক করে মানিকছড়ি থানায় সোপর্দ করে।
মানিকছড়ি থানার এস আই দেলোয়ার হোসেন জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মানিকছড়িতে দুই চাঁদাবাজ আটক
