মানিকছড়ির ঐতিহ্যবাহী মহামুনি চত্ত্বরে আসন্ন চৈত্র সংক্রান্তি ও বৈসাবি মেলাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শত বছরের ঐতিহ্যে ঘেরা মংরাজ পরিবারের আবাস্থল মানিকছড়ি মহামুনিতে নয়নাভিরাম ভূমিতে আগামী ১৩ এপ্রিল বুধবার দিনব্যাপি অনুষ্টিত হবে বাংলা নববর্ষকে বিদায়ের হরেক আয়োজন। জানা গেছে, মং সার্কেলের রাজা ১৮৮৩ সালে মং রাজা নিপ্রুসাইন আমলে মিয়ানমার(বার্মা)মান্দালয় প্রদেশ থেকে অষ্ট ধাতু দিয়ে নির্মিত বুদ্ধ মূর্তিটি নিয়ে এসে মহামুনি টিলায় স্থাপন করা হয় তখন থেকে প্রতি বছর বৈসাবি উপলক্ষে মহামূনি বুদ্ধ মেলা অনুষ্ঠিত হয়।
এ দিনে তিন পার্বত্য জেলাসহ দেশ বিদেশের ১০ সহস্রাধিক লোকের মিলন মেলায় জমায়েত হবে পাহাড়ের চুড়ায়। এ উপলক্ষে ইতিমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাজ পরিবারের মেঝ কুমার সুইচিংপ্রু‘র নেতৃত্বে মেলা আয়োজনকে ঘিরে পরিচালনা কমিটি, উপ-কমিটি ও স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। আর এ মেলাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।