খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তিনট্যহরী ইউনিয়নে একশত্যাপাড়া এলাকায় শনিবার এক যুবকের গলাকাটার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো.জাকির হোসেন (২৭),তার পিতার নাম মৃত মো.আলী হোসেন,সে একশত্যাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত বৃহসপতিবার রাত থেকে নিঁেখাজ হওয়ার পর গত কাল শনিবার একশত্যাপাড়া এলাকায় এলাকাবাসীরা রাস্তার পাশে জঙ্গলে একটি লাশ দেখতে পায় । পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মানিকছড়ি থানার (ওসি) কেশব চক্রবর্তী জানান, এঘটনায় মানিকছড়ি থানায় একটি মামলা হয়েছে,লাশ ময়নাত্বদন্তের জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।