খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামীলীগ। এতে চেয়ারম্যান পদে লড়বেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন। ভাইস চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা কার্বারি এসোসিয়েশনের সভাপতি উদ্রাচাই কার্বারি ও উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডা.খান মকবুল আহম্মদের কমিষ্ঠ কন্যা নুরজাহান আফরিন লাকি।
গত ১৪ জানুয়ারি তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহনমূলক আলোচনা সভায় চেযারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন প্রাপ্ত হয় সাবেক ইউপি ছেযারম্যান মো. জয়নাল আবেদীন। আর ৩০ জানুয়ারি অপর এক দলীয় সভায় ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনিত হয় উপজেলা কার্বারি এসোসিয়েশনের সভাপতি উদ্রাচাই কার্বারি ও উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডা.খান মকবুল আহম্মদের কমিষ্ঠ কন্যা নুরজাহান আফরিন লাকি।