খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেমুয়া থেকে বুধবার গভীর রাতে দুটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রগুলো হলো ১টি দেশীয় বন্দুক ও ১টি এলজি।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের উত্তর লেমুয়ার একটি পাহাড়ী বাগান থেকে ১টি দেশীয় বন্দুক ও ১টি এলজি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
আরো দেখুন
প্রদীপ-সৈকতের নেতৃত্বে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি …