খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন রাজবাড়ী এলাকার শ্রী শ্রী বৈরাগী বাবার সেবাশ্রমে অন্নকুট মহোৎসব রোববার অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী বৈরাগী বাবার ভক্তবৃন্দের আয়োজনে ও খাগড়াছড়ির শ্রী শ্রী রাধা বঙ্কুবিহারী মন্দির, আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শাখার প্রেসিডেন্ট প্রভু শ্রীপাদ সুদর্শন জগন্নাথ দাস ভ্রহ্মচারী, সাধারণ সম্পাদক শ্রীপাদ জয় নরহরি দাস ব্রহ্মচারী, নামহট্টের প্রধান শ্রীমান রূপচৈতন্য দাস ব্রহ্মচারী, নামহট্টের সহ পরিচালক শ্রীমান জীবনহরি দাস ব্রহ্মচারী, সংকীর্তন বিভাগের পরিচালক শ্রীমান রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রমূখ। সকাল ১০টায় বিশ্বজননী শান্তি কামনায় হোমযজ্ঞের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান তত্ত্বাবধায়ক সুমন গুপ্ত জানান উক্ত অনুষ্ঠানে প্রায় দুই হাজার ভক্তের অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন নাথ, বাবুল পাল, বিধান চন্দ্র নাথ, নারায়ন চন্দ্র নাথ, সজল দেব নাথ, স্বরূপ বৈষ্ণ, সমীর কান্তি দেব। মহাজননীর ভজন ও ভগবতীর আলোচনা অন্নকুট মহোৎসবের রাজভোগ অর্পন ও ভোগরতি পরিবেশন মহাপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে অন্নকুট মহোৎসব সম্পন্ন হয়।