খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্রুতগামী বাসের ধাক্কায় রনেশ্বর ত্রিপুরা (২৫) নামে এক মোটর-সাইকেল চালক নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে মাটিরাঙ্গার রিছাং ঝর্নার অদুরে হৃদয় মেম্বার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনেশ্বর ত্রিপুরা মাটিরাঙ্গার রিছাং ঝর্ণা এলাকার মনমোহন ত্রিপুরার ছেলে। সে ভাড়ায় চালিত মোটর-সাইকেল চালক।
জানা যায়, রনেশ্বর ত্রিপুরা মোটর-সাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাবার পথে রিছাং ঝর্ণা ও আলুটিলা পর্যটন কেন্দ্রর মাঝামাঝি হৃদয় মেম্বারপাড়া এলাকায় পৌছলে খাগড়াছড়ি থেকে পর্যটকবাহী ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের (ঢাকামেট্রো-ব-১১-৮৭৮৩) একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম বলেন, পুলিশ বাসটি আটক করেছে।