খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রেসক্লাব সদস্যদের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন মহালছড়ি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রেসক্লাব সদস্যদের মাঝে নিজে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন রতন কুমার শীল। এসময় আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মিল্টন চাকমা ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকন মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সৃষ্ট পরিস্থিতি বিষয়ে জনসাধারণকে সচেতন করাসহ এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।