খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলায় পিএসসি, জেএসসি, পিডিসি পরীক্ষার ফলাফল মঙ্গলবার মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম ও মহালছড়ি কেন্দ্র-১ এর সচিব নিপুল বিকাশ খীসা’কে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল ও সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকগণ।
মহালছড়ি উপজেলায় পিএসসি পরীক্ষায় ১২২৩জন পরীক্ষার্থীর মধ্যে ১২১২ জন ছাত্র-ছাত্রী উর্ত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৭জন জিপিএ ৫ পেয়েছে। মহালছড়িতে পিডিসি পরীক্ষায় ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। এদিকে মহালছড়ি কেন্দ্র-১ এর সচিব নিপুল বিকাশ খীসা জানান, জেএসসি পরীক্ষায় মহালছড়ি কেন্দ্রে ৪৯২জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৮ জন পাশ করেছে। এর মধ্যে এ কেন্দ্রে একটি মাত্র স্কুল মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ৭জন। শতকরা পাশের হার ৯১%। মহালছড়ি কেন্দ্র-২ এ মোট ৪২৫জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৩জন পাশ করেছে। শতকরা পাশের হার ৯৭%। আনুষ্ঠানিকতার পর কেন্দ্র সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতিটি স্কুলে প্রধান শিক্ষকের হাতে ফলাফল তুলে দিয়েছেন। কয়েকটি স্কুলে গিয়ে ফলাফল পেয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আনন্দ উল্লাস করতে দেখা গেছে।