খাগড়াছড়ির মহালছড়িতে নভেল করোনাভাইরাস ( কভিড-১৯) সংক্রমণ রোধে সৃষ্ট সংকট মোকাবিলায় কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনাটেক যাদুগানালা মৎষ্যচাষ বহুমূখী সমিতি লি.। এ মহতি কাজে শরীক হয়েছেন, সুদূর আমেরিকা প্রবাসী সম্প্রতি ইলিশ মাছের জীন আবিষ্কারক ড. মংসানু মারমা, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অংগ্যজাই মারমাসহ আরও অনেকেই।
বৃহস্পতিবার সকাল থেকে সিঙ্গিনালা শাপলা ক্লাব, সিঙ্গিনালা মিলেনিয়াম ক্লাব, করল্যাছড়ি, রাধামন বাজার ও মনাটেক গ্রাম এলাকার জনসাধারণের মাঝে এ খাদ্যশষ্য বিতরন করা হয়। এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জনসচেতনতামুলক আলোচনা করা হয়।
খাদ্য সামগ্রী বিতরনকালে মনাটেক যাদুগানালা মৎষ্যচাষ বহুমূখী সমবায় সমিতির সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি রত্ন উজ্জল চাকমা বলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন ও দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।