খাগড়াছড়ি’র মহালছড়িতে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল থেকে আসা অভিজ্ঞ চক্ষু চিকিৎসকরা এতে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন।
শুক্রবার সকাল ১০টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডাঃ দস্তগীর হোসেন ও ডাঃ আমিনুল ইসলাম রোগি দেখার মাধ্যমে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেওয়া শুরু করেন।
চক্ষু শিবির আয়োজক কমিটির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাঞ্চন শীল জানান, দুর্গম ও গরীব এলাকার জনসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
সারাদিন বিভিন্ন এলাকা থেকে আগত আড়াই শতাধিক সাধারণ রোগীর মধ্যে ২৫জন ছানিপড়া রোগীকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার বেশ কিছু রোগীর চোখে লেন্স স্থাপন করা হবে বলে জানান তিনি।