খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কালবৈশাখী এক বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার মনাটেক গ্রামের মৈত্রীশ্বর চাকমার বসতঘরটি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায়। এতে আহত হয় মৈত্রীশ্বর চাকমার স্ত্রী কালোসুচি চাকমা। পরে আহত কালোসুচি চাকমাকে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে সোমবার দুপুরে মনাটেক গ্রামে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত বসতঘরটি পরিদর্শন করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, মহালছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুজ্জামান রাশেদ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ বিতরণ করা হয় এবং বাড়ি নিমার্ণের জন্য ঢেউটিন প্রদানের আশ্বাস প্রদান করা হয়।